রাজনীতিসর্বশেষ

বরগুনা কারাগারে রয়েছে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী

বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী কারাগারে

বরগুনায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালতলীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি জামায়াতের ৫ নেতা-কর্মীকে গ্রেফতারের সময় ৩ জনের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। তারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সমন্বয়ক হুমায়ুন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈম, উপজেলা বিএনপির কর্মী মো. রুবেল, নান্টু হাওলাদার ও মো. নিষ্পাপ কোমল।

জামায়াতের
বরগুনা কারাগার

পুলিশ জানায়, বিএনপি  ঘোষিত তিন দিনের অবরোধ বাস্তবায়নে জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করে। সুনির্দিষ্ট তথ্য পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে ৫টি ককটেল উদ্ধার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বাকি তিন আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

জামায়াতের
তালতলী থানার

এর আগে সোমবার (৩০ অক্টোবর) রাতে বরগুনা পৌরসভার জামায়াত শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হাসানকে গ্রেফতার করে বরগুনার ডিবি পুলিশ। তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন
বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আটক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button